News & Events


  • কুয়েটে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত
    November 13, 2023
  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের আয়োজনে কুয়েটে ‘বিশ্ব বসতি দিবস ২০২৩’ (ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে) পালিত হয়েছে। “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি” প্রতিপাদ্যে দিবসটি পালন উপলক্ষে ০৮ নভেম্বর বুধবার দুপুর ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর নের্তৃত্বে ইউআরপি ভবনের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্টুডেস্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে স্টুডেস্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন ও বিআইপি খুলনা চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়। 


    Capture


    DSC-9832


    DSC-9839


    DSC-9847


    DSC-9902


    DSC-9905


    DSC-9910


    DSC-9913


    DSC-9914


    DSC-9918


    DSC-9921


    DSC-9926


    DSC-9932


    IMG-2106